অতঃপর ওই সব লোক যারা ‘আদ সম্প্রদায়ের ছিলো, তারা ভূ-পৃষ্ঠে অন্যায়ভাবে অহঙ্কার করলো এবং বললো, ‘আমাদের চেয়ে কার শক্তি বেশি?’ এবং তারা কি জানতে পারেনি যে, আল্লাহ্, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? আর আমার আয়াতসমূহকে অস্বীকার করতো।