এবং যদি মুসলমানদের হাত থেকে কিছু সংখ্যক নারী কাফিরদের দিকে বের হয়ে যায় অতঃপর তোমরা কাফিরদেরকে শাস্তি দাও, তবে যাদের স্ত্রীরা চলে যাচ্ছিলো তাদেরকে গনীমতের মাল থেকে এতটুকু দিয়ে দাও যতটূকু তাদের ব্যয় হয়েছিলো। এবং আল্লাহ্কে ভয় করো, যার উপর তোমাদের ঈমান আছে।