কুরআন - 61:14 সূরা আস-সাফ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُوٓاْ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ لِلۡحَوَارِيِّـۧنَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِۖ فَـَٔامَنَت طَّآئِفَةٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ وَكَفَرَت طَّآئِفَةٞۖ فَأَيَّدۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَىٰ عَدُوِّهِمۡ فَأَصۡبَحُواْ ظَٰهِرِينَ

হে ঈমানদারগণ! আল্লাহ্‌র দ্বীনের সাহায্যকারী হও, যেমন মরিয়ম-তনয় ঈসা হাওয়ারীদেরকে বলেছিলেন, ‘কারা আছে, যারা আল্লাহ্‌র পক্ষ হয়ে আমার সাহায্য করবে?’ হাওয়ারীগণ বললো, ‘আমরা হলাম আল্লাহ্‌র দ্বীনের সাহায্যকারী’। অতঃপর বনী ইস্রাঈলের একদল ঈমান এনেছে। এবং এক দল কুফর করেছে। সুতরাং আমি ঈমানদারদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করেছি। ফলে তারা বিজয়ী হয়েছে।

আস-সাফ সমস্ত আয়াত

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14

Sign up for Newsletter