এবং স্মরণ করুন, ‘আদের সম-গোত্রীয় লোককে, যখন সে তাদেরকে আহক্বাফ ভূমিতে সতর্ক করেছে এবং নিশ্চয়তার পূর্বেও সতর্ককারীগণ গত হয়েছে এবং তারপরেও এসেছে (এবলে) যে, ‘আল্লাহ্ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। নিশ্চয় আমি তোমাদের উপর এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি।