Quran Quote  :  The ones who believe and involve in good deeds , garden of Jannah will be the destination - 18:107

কুরআন - 33:19 সূরা আল-আহযাব অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

أَشِحَّةً عَلَيۡكُمۡۖ فَإِذَا جَآءَ ٱلۡخَوۡفُ رَأَيۡتَهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ تَدُورُ أَعۡيُنُهُمۡ كَٱلَّذِي يُغۡشَىٰ عَلَيۡهِ مِنَ ٱلۡمَوۡتِۖ فَإِذَا ذَهَبَ ٱلۡخَوۡفُ سَلَقُوكُم بِأَلۡسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلۡخَيۡرِۚ أُوْلَـٰٓئِكَ لَمۡ يُؤۡمِنُواْ فَأَحۡبَطَ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا

তোমাদের সাহায্যের ব্যাপারে কৃপণতা করে; অতঃপর যখন ভয় ভীতির সময় আসে, তখন আপনি তাদেরকে দেখবেন আপনার প্রতি এমনভাবে তাকিয়ে আছে যেন তাদের চোখগুলো ঘুরপাক খাচ্ছে ওই ব্যক্তির মতো, যাকে মৃত্যু ছাইয়ে ফেলেছে। অতঃপর যখন ভয়- ভীতির সময় অতিবাহিত হয়ে যায়, তখন তারা তোমাদের সমালোচনা করতে থাকে তীক্ষ্ম ভাষায়, গনীমতের মালের লোভে। এসব লোক ঈমানই আনেনি, তখন আল্লাহ্‌ তাদের কার্যাদি নিষ্ফল করেছেন এবং এটা আল্লাহ্‌র জন্য সহজ।

আল-আহযাব সমস্ত আয়াত

Sign up for Newsletter