অতঃপর তাদেরকে তোমরা হত্যা করো নি, বরং আল্লাহ্ তাদেরকে হত্যা করেছেন এবং হে মাহবূব! ওই মাটি, যা আপনি নিক্ষেপ করেছেন, তা আপনি নিক্ষেপ করেন নি, বরং আল্লাহ্ নিক্ষেপ করেছেন এবং এ জন্য যে, মুসলমানদেরকে তা থেকে উত্তম পুরস্কার দান করবেন। নিশ্চয় আল্লাহ্ শ্রোতা, জ্ঞাতা।