কুরআন - 8:60 সূরা আল-আনফাল অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَأَعِدُّواْ لَهُم مَّا ٱسۡتَطَعۡتُم مِّن قُوَّةٖ وَمِن رِّبَاطِ ٱلۡخَيۡلِ تُرۡهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمۡ وَءَاخَرِينَ مِن دُونِهِمۡ لَا تَعۡلَمُونَهُمُ ٱللَّهُ يَعۡلَمُهُمۡۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فِي سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ

আর তাদের (মোকাবেলার) জন্য প্রস্তুত রাখো যে শক্তি তোমাদের সাধ্যে রয়েছে এবং যতসংখ্যক ঘোড়া বাধতে পারো, যা দ্বারা তাদের অন্তরে ভীতির সঞ্চার করো, যারা আল্লাহ্‌র শত্রু এবং তোমাদের শত্রু; এবং তারা ব্যতীত অন্যান্যদের অন্তরে, যাদেরকে তোমরা জানো না আল্লাহ্‌ তাদেরকে জানেন। আর আল্লাহ্‌র পথে যা কিছু ব্যয় করবে, তা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে এবং কোন প্রকার ক্ষতির মধ্যে থাকবে না।

আল-আনফাল সমস্ত আয়াত

Sign up for Newsletter