Quran Quote  :  He to whom Allah assigns no light, he will have no light. - 24:40

কুরআন - 8:66 সূরা আল-আনফাল অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

ٱلۡـَٰٔنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمۡ وَعَلِمَ أَنَّ فِيكُمۡ ضَعۡفٗاۚ فَإِن يَكُن مِّنكُم مِّاْئَةٞ صَابِرَةٞ يَغۡلِبُواْ مِاْئَتَيۡنِۚ وَإِن يَكُن مِّنكُمۡ أَلۡفٞ يَغۡلِبُوٓاْ أَلۡفَيۡنِ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ

এখন আল্লাহ্‌ তোমাদের উপর থেকে ভার লাঘব করেছেন এবং তিনি অবগত আছেন যে, তোমরা দুর্বল। সুতরাং যদি তোমাদের মধ্যে একশ’জন ধৈর্যশীল থাকে, তবে তারা দু’শ জনের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের মধ্যে এক হাজার থাকে, তবে তারা দু’হাজারের উপর বিজয়ী হবে-আল্লাহ্‌র নির্দেশক্রমে; এবং আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

আল-আনফাল সমস্ত আয়াত

Sign up for Newsletter