তোমরা তো আল্লাহ্ ব্যতীত প্রতিমার পূজা করছো এবং নিছক মিথ্যা রচনা করছো। নিশ্চয় তারা, যাদের তোমরা আল্লাহ্ ব্যতীত পূজা করছো, তোমাদের জীবিকার কিছুরই মালিক নয়। সুতরাং তোমরা আল্লাহ্র নিকট জীবিকা তালাশ করো এবং তারই ইবাদত করো ও তার অনুগ্রহ স্বীকার করো। তোমাদেরকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে।