এবং ইব্রাহীম বললেন, ‘তোমরা তো আল্লাহ্ ব্যতীত এ মূর্তিগুলো তৈরী করে নিয়েছো, যেগুলোর সাথে তোমাদের ভালোবাসা এ দুনিয়ার জীবন পর্যন্ত। অতঃপর ক্বিয়ামত দিবসে তোমাদের মধ্যে একে অপরের সাথে কুফর করবে এবং একে অপরের প্রতি অভিসম্পাত করবে আর তোমাদের সবার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই’।