এবং হে মুসলমানগণ তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সাথে বিতর্ক করো না, তবে তাদের সাথে করতে পার যারা তাদের মধ্যে যুল্ম করেছে। আর বলো, ‘আমরা ঈমান এনেছি সেটারই উপর, যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আমাদের তোমাদের একই উপাস্য এবং আমরা তার সামনে আত্নসমর্পণকারী’।