Quran Quote : To Him belongs all that is in the heavens and all that is in the earth, and all that is in between, and all that is beneath the soil. - 20:6
নিশ্চয় ওই সব লোক, যারা আমার নাযিলকৃত সুস্পষ্ট বার্তাগুলো ও হিদায়তকে গোপন করে এর পরে যে, মানুষের জন্য আমি সেটা কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছি, তাদের উপর আল্লাহ্র অভিশাপ রয়েছে এবং অভিশম্পাতকারীদের অভিশম্পাতও।