এবং শান্তি দেন মুনাফিক্ব পুরুষ ও মুনাফিক্ব নারীদেরকে এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে, যারা আল্লাহ্ সম্বন্ধে ধারণা পোষণ করে-মন্দ ধারণা। তাদের উপর রয়েছে মন্দচক্র। এবং আল্লাহ্ তাদের উপর ক্রব্ধ হয়েছেন ও তাদের উপর অভিসম্পাত করছেন আর তাদের জন্য জাহান্নাম তৈরী করেছেন; এবং তা কতই মন্দ পরিণাম!