Quran Quote : But whosoever turns away from this Admonition from Me shall have a straitened life; We shall raise him blind on the Day of Resurrection," - 20:124
এবং তারাই, যারা আল্লাহ্ ও তাঁর সমস্ত রসূলের উপর ঈমান এনেছে তারাই হচ্ছে পূর্ণ সত্যবাদী এবং অন্যান্যদের উপর সাক্ষী আপন রবের নিকট। তাদের জন্য তাদের পুরস্কার এবং তাদের আলো রয়েছে। আর যারা কুফর করেছে এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে তারা দোযখবাসী।