কুরআন - 57:25 সূরা আল-হাদীদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

لَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلَنَا بِٱلۡبَيِّنَٰتِ وَأَنزَلۡنَا مَعَهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلۡقِسۡطِۖ وَأَنزَلۡنَا ٱلۡحَدِيدَ فِيهِ بَأۡسٞ شَدِيدٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ

নিশ্চয় আমি আপন রসূলগণকে প্রমাণাদি সহকারে প্রেরণ করেছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায় বিচারের পরিমাপযন্ত্র অবতীর্ণ করেছি, যাতে লোকেরা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয় এবং আমি লোহা অবতীর্ণ করেছি, যাতে ভীষণ শক্তি ও মানবকুলের উপকারসমূহ রয়েছে। এবং এ জন্য যে, আল্লাহ্‌ দেখবেন তাকেই, যে না দেখে তাঁকে ও তাঁর রসূলগণকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমতাবান, পরাক্রমশালী।

আল-হাদীদ সমস্ত আয়াত

Sign up for Newsletter