তুমি কি লক্ষ্য করো নি যে, আল্লাহ্ তোমাদের বশীভূত করে দিয়েছেন যা কিছু পৃথিবীতে রয়েছে এবং নৌযানসমূহ, সেগুলো সমুদ্রে তার নির্দেশে বিচরণ করে এবং তিনি স্থির রেখেছেন আসমানকে, যাতে পৃথিবীর উপর আপতিত না হয়, তার নির্দেশ ব্যতীত। নিশ্চয় আল্লাহ্ মানুষের প্রতি বড় দয়ার্দ্র, দয়ালু।