কুরআন - 59:11 সূরা আল-হাশর অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نَافَقُواْ يَقُولُونَ لِإِخۡوَٰنِهِمُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَئِنۡ أُخۡرِجۡتُمۡ لَنَخۡرُجَنَّ مَعَكُمۡ وَلَا نُطِيعُ فِيكُمۡ أَحَدًا أَبَدٗا وَإِن قُوتِلۡتُمۡ لَنَنصُرَنَّكُمۡ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ

আপনি কি মুনাফিক্বদেরকে দেখেন নি, যারা তাদের কিতাবি কাফির ভাইদেরকে বলে, ‘যদি তোমরা নির্বাসিত হও তবে অবশ্য আমরাও তোমাদের সাথে বের হয়ে যাবো এবং অবশ্য তোমাদের ব্যাপারে কারো কথা মানবো না; আর তোমাদের সাথে যুদ্ধ বাধলে সাহায্য করবো? এবং আল্লাহ্‌ সাক্ষী রয়েছেন এ মর্মে যে, ‘তারা মিথ্যুক’।

আল-হাশর সমস্ত আয়াত

Sign up for Newsletter