Quran Quote  :  Were He to will, He could take you away and bring a new creation. - 14:19

কুরআন - 59:2 সূরা আল-হাশর অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

هُوَ ٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن دِيَٰرِهِمۡ لِأَوَّلِ ٱلۡحَشۡرِۚ مَا ظَنَنتُمۡ أَن يَخۡرُجُواْۖ وَظَنُّوٓاْ أَنَّهُم مَّانِعَتُهُمۡ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنۡ حَيۡثُ لَمۡ يَحۡتَسِبُواْۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَۚ يُخۡرِبُونَ بُيُوتَهُم بِأَيۡدِيهِمۡ وَأَيۡدِي ٱلۡمُؤۡمِنِينَ فَٱعۡتَبِرُواْ يَـٰٓأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ

তিনিই, যিনি ওই সব কাফির কিতাবীকে তাদের ঘরগুলো থেকে বহিষ্কার করেছেন তাদের প্রথম সমাবেশের জন্য। তোমাদের ধারণা ছিলো না যে, তারা বের হবে এবং তারা মনে করতো যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহ্‌ (এর শাস্তি) থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহ্‌র নির্দেশ তাদের নিকট এসেছে যেখান থেকে তাদের নিকট ধারণাও ছিলো না। এবং তিনি তাদের অন্তরগুলোতে আতঙ্কের সঞ্চার করলেন। তারা আপন ঘরগুলো ধ্বংস করছে নিজেদের হাতে এবং মুসলমানদের হাতেও; সুতরাং শিক্ষা গ্রহণকরো হে দৃষ্টিশক্তিসম্পন্নরা!

আল-হাশর সমস্ত আয়াত

Sign up for Newsletter