মরুবাসীরা বললো, ‘আমরা ঈমান এনেছি’। (হে হাবীব!) আপনি বলুন, ‘তোমরা ঈমানতো আনোনি। হাঁ, এমনই বলো, ‘আমরা অনুগত হয়েছি’। এবং এখন ঈমান তোমাদের অন্তরগুলোতে কোথায় প্রবেশ করেছে? এবং যদি তোমরা আল্লাহ্ ও তার রসূলের আনুগত্য করো, তবে তোমাদের কোন কর্মেরই কোন অংশ তোমাদেরকে কম দেবেন না, নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।