ভালো, দেখেতো! ওই ব্যক্তি, যে আপন খেয়াল খুশীকে আপন খোদা স্থির করে নিয়েছে এবং আল্লাহ্ তাকে জ্ঞান-গুণ সহকারেই পথভ্রষ্ট করেছেন আর তার কান ও হৃদয়ের উপর মোহর করে দিয়েছেন এবং তার চক্ষুদ্বয়ের উপর পর্দা স্থাপন করেছেন; সুতরাং আল্লাহ্র পর তাকে কে পথ দেখাবে? তবে কি তোমরা ধ্যান করছো না?