তাদের দৃষ্টান্ত, যাদের উপর তাওরীত অর্পণ করা হয়েছিলো, অতঃপর তারা সেটার নির্দেশ পালন করে নি, গর্দভের ন্যায়, যা পিঠের উপর কিতাবের বোঝা বহন করে, কতই মন্দ দৃষ্টান্ত ওই সমস্ত লোকের, যারা আল্লাহ্র আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং আল্লাহ্ যালিমদেরকে সৎপথ প্রদান করেন না।