হে কিতাবীরা! নিশ্চয় তোমাদের নিকট আমার এ রসূল তাশ্রীফ এনেছেন, যিনি তোমাদের নিকট প্রকাশ করে দেন সেসব বস্তু থেকে এমন অনেক কিছু, যেগুলো তোমরা কিতাবের মধ্যে গোপন করে ফেলেছিলে এবং অনেক কিছু ক্ষমা করে থাকেন। নিশ্চয় তোমাদের নিকট আল্লাহ্র পক্ষ থেকে একটা ‘নূর’ এসেছে এবং স্পষ্ট কিতাব।