কুরআন - 58:4 সূরা আল-মুজাদালাহ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ مِن قَبۡلِ أَن يَتَمَآسَّاۖ فَمَن لَّمۡ يَسۡتَطِعۡ فَإِطۡعَامُ سِتِّينَ مِسۡكِينٗاۚ ذَٰلِكَ لِتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ

অতঃপর যে ব্যক্তি ক্রীতদাস পায় না তবে সে লাগাতার দু’মাসের রোযা রাখবে এর পূর্বে যে, একে অপরের গায়ে হাত লাগাবে। অতঃপর যার দ্বারা রোযা রাখাও সম্ভবপর নয়, তবে তাকে ষাটজন মিসকীনকে পেট ভরে আহার করাতে হবে। এটা এজন্য যে, তোমরা আল্লাহ্‌ ও তাঁর রসূলের উপর ঈমান রাখবে। এবং এগুলো আল্লাহ্‌র নির্ধারিত সীমা। আর কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।

আল-মুজাদালাহ সমস্ত আয়াত

Sign up for Newsletter