এবং আল্লাহ্ দৃষ্টান্ত বর্ণণা করেছেনঃ একটা জনপদ, যা নিরাপদে ও নিশ্চিন্ত ছিলো; সব দিক থেকে সেটার জীবনোপকরণ প্রচুর পরিমাণে আসতো। অতঃপর তারা আল্লাহ্র অনুগ্রহসমূহের প্রতি অকৃতজ্ঞা প্রকাশ করতে লাগলো। তখন আল্লাহ্ সেটাকে এই শাস্তির আস্বাদ গ্রহণ করালেন যে, তাকে ক্ষুধা ও ভীতির পোশাক পরালেন- তাদের কৃতকর্মের পরিণাম স্বরূপ।