কুরআন - 16:92 সূরা আন-নাহল অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَلَا تَكُونُواْ كَٱلَّتِي نَقَضَتۡ غَزۡلَهَا مِنۢ بَعۡدِ قُوَّةٍ أَنكَٰثٗا تَتَّخِذُونَ أَيۡمَٰنَكُمۡ دَخَلَۢا بَيۡنَكُمۡ أَن تَكُونَ أُمَّةٌ هِيَ أَرۡبَىٰ مِنۡ أُمَّةٍۚ إِنَّمَا يَبۡلُوكُمُ ٱللَّهُ بِهِۦۚ وَلَيُبَيِّنَنَّ لَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ مَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ

এবং ওই নারীর মত হায়ো না যে আপন সূতা মজবুত হবার পর ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা করে ছিড়ে ফেলেছে। তোমরা আপন শপথগুলোকে পরস্পরের মধ্যে একটা ভিত্তিহীন অজুহাত বানিয়ে নিয়ে থাকো যাতে একদল অপর দল অপেক্ষা অধিক না হও। আল্লাহ্‌ তো এটা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করেন এবং অবশ্যই ক্বিয়ামত দিবসে তোমাদের সম্মুখে সুস্পষ্ট করে দেবেন যে বিষয়ে তোমরা মতভেদ করছিলে।

Sign up for Newsletter