এবং আল্লাহ্ ভূ-পৃষ্ঠে প্রত্যেক বিচরণকারী জীবজন্তকে পানি থেকে সৃষ্টি করেছেন, আর সেগুলোর মধ্যে কতেক নিজ পেটের উপর ভর দিয়ে চলে, এবং সেগুলোর মধ্যে কিছু সংখ্যক দু’পায়ে চলে, আর সেগুলোর মধ্যে কিছু চার পায়ে চলে। আল্লাহ্ সৃষ্টি করেন যা চান। নিঃসন্দেহে, আল্লাহ্ সবকিছু করতে পারেন।