Quran Quote : (Had there been any other gods) each god would have taken his creatures away with him, and each would have rushed to overpower the other. - 23:91
তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে নি যে, আল্লাহ্ আসমান ও যমীন এবং যা কিছু সেগুলোর মধ্যখানে রয়েছে, যথাযথভাবেই সৃষ্টি করেছেন ও একটা সৃষ্টি করেছেন এ একটা নির্ধারিত মেয়াদকাল সহকারে? এবং নিশ্চয় অনেক লোক আপন রবের সাথে সাক্ষাতকে অস্বীকার করে।