এবং স্মরণ করুন! যখন মূসা আপন সম্প্রদায়কে বললো, ‘হে আমার সম্প্রদায়, আমাকে কেন কষ্ট দিচ্ছো? অথচ তোমরা জানো যে, আমি তোমাদের প্রতি আল্লাহ্র রসূল। অতঃপর যখন তারা বক্র হলো। আল্লাহ্ তাদের অন্তরকে বক্র করে দিলেন এবং আল্লাহ্ ফাসিক্ব লোকদেরকে সঠিক পথ প্রদান করেন না।