কুরআন - 37:102 সূরা আস-সাফফাত অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَـٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِينَ

অতঃপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হলো, তখন (ইব্রাহীম) বললো, ‘হে আমার পুত্র! আমি স্বপ্নে দেখলাম, আমি তোমাকে যবেহ করছি, এখন তুমি দেখো তোমার অভিমত কি? বললো, ‘হে আমার পিতা! করুন যা আপনি আদিষ্ট হচ্ছেন, আল্লাহ্‌ ইচ্ছা করলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন’।

Sign up for Newsletter