কুরআন - 42:45 সূরা আশ-শুরা অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَتَرَىٰهُمۡ يُعۡرَضُونَ عَلَيۡهَا خَٰشِعِينَ مِنَ ٱلذُّلِّ يَنظُرُونَ مِن طَرۡفٍ خَفِيّٖۗ وَقَالَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ ٱلظَّـٰلِمِينَ فِي عَذَابٖ مُّقِيمٖ

এবং আপনি তাদেরকে দেখবেন যে, তাদেরকে আগুনের উপর পেশ করা হচ্ছে, অপমানে তারা দমিত অর্ধমুদিত গোপন দৃষ্টিতে তাকাচ্ছে; এবং ঈমানদারগণ বলবে, ‘নিশ্চয় ক্ষতির মধ্যে রয়েছে তারাই, যারা নিজেদের আত্নাগুলো ও নিজেদের পরিবারবর্গকে হারিয়ে বসেছে ক্বিয়ামতের দিন। শুনছো! নিশ্চয় যালিমগণ স্থায়ী শাস্তির মধ্যে থাকবে।

আশ-শুরা সমস্ত আয়াত

Sign up for Newsletter