সামর্থ্যবান যেন স্বীয় সামর্থ্যাপযোগী ব্যয় করে এবং যার উপর তাঁর জীবিকা সংকীর্ণ করা হয়েছে সে তা থেকেই ব্যয় করবে যা তাকে আল্লাহ্ প্রদান করেছেন। আল্লাহ্ কোন আত্নার উপর বোঝা চাপান না, কিন্তু সেই পরিমাণ, যতটুকু তাকে প্রদান করেছেন। অবিলম্ব আল্লাহ্ কষ্টের পর স্বস্তি প্রদান করবেন।