কুরআন - 11:116 সূরা হুদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

فَلَوۡلَا كَانَ مِنَ ٱلۡقُرُونِ مِن قَبۡلِكُمۡ أُوْلُواْ بَقِيَّةٖ يَنۡهَوۡنَ عَنِ ٱلۡفَسَادِ فِي ٱلۡأَرۡضِ إِلَّا قَلِيلٗا مِّمَّنۡ أَنجَيۡنَا مِنۡهُمۡۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُواْ مَآ أُتۡرِفُواْ فِيهِ وَكَانُواْ مُجۡرِمِينَ

সুতরাং কেন হয় নি তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে এমন সব লোক, যাদের মধ্যে মঙ্গলের কিছু অংশ লেগেই থাকতো, যারা পৃথিবীতে ফ্যাসাদ ছড়াতে বাধা দিতো? হ্যাঁ, তাদের মধ্যে অল্প সংখ্যক ছিলো তারাই, যাদেরকে আমি রক্ষা করেছি। এবং যালিমগণ ভোগ-বিলাসের পেছনে পড়ে রইলো যা তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা পাপী ছিলো।

Sign up for Newsletter