কুরআন - 11:44 সূরা হুদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَقِيلَ يَـٰٓأَرۡضُ ٱبۡلَعِي مَآءَكِ وَيَٰسَمَآءُ أَقۡلِعِي وَغِيضَ ٱلۡمَآءُ وَقُضِيَ ٱلۡأَمۡرُ وَٱسۡتَوَتۡ عَلَى ٱلۡجُودِيِّۖ وَقِيلَ بُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ

এবং নির্দেশ দেয়া হলো, ‘হে যমীন, তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আসমান, থেমে যাও!’ এবং পানি শুকিয়ে দেওয়া হলো। আর কার্য সমাপ্ত হলো এবং কিশ্‌তী জুদী-পর্বতের উপর থেমে গেলো। আর বলা হলো, ‘দূর হোক! ইন্‌সাফহীন লোকেরা’।

Sign up for Newsletter