কুরআন - 11:57 সূরা হুদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

فَإِن تَوَلَّوۡاْ فَقَدۡ أَبۡلَغۡتُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦٓ إِلَيۡكُمۡۚ وَيَسۡتَخۡلِفُ رَبِّي قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّونَهُۥ شَيۡـًٔاۚ إِنَّ رَبِّي عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَفِيظٞ

অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের নিকট পৌছিয়েছি যা নিয়ে তোমাদের প্রতি প্রেরিত হয়েছি; এবং আমার রব তোমাদের স্থলে অন্যান্যদেরকে নিয়ে আসবেন; আর তোমরা তার কোন ক্ষতি সাধন করতে পারবে না। নিশ্চয় আমার রব সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণকারী’।

Sign up for Newsletter