কুরআন - 29:40 সূরা আল-আনকাবূত অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

فَكُلًّا أَخَذۡنَا بِذَنۢبِهِۦۖ فَمِنۡهُم مَّنۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِ حَاصِبٗا وَمِنۡهُم مَّنۡ أَخَذَتۡهُ ٱلصَّيۡحَةُ وَمِنۡهُم مَّنۡ خَسَفۡنَا بِهِ ٱلۡأَرۡضَ وَمِنۡهُم مَّنۡ أَغۡرَقۡنَاۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

অতঃপর তাদের প্রত্যেককে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছি; সুতরাং তাদের মধ্যে কারো উপর আমি পাথর বর্ষণ করেছি; এবং তাদের কাউকে ভয়ানক ধ্বনি পেয়ে বসেছে, আর তাদের মধ্যে কাউকে ভূ-গর্ভে ধ্বসিয়ে ফেলেছি, এবং তাদের মধ্যে কাউকে ডুবিয়ে মেরেছি। এবং আল্লাহ্‌র জন্য শোভা পেতো না যে, তিনি তাদের প্রতি যুল্‌ম করতেন; হাঁ, তারা নিজেরাই নিজেদের আত্নার প্রতি যুল্‌ম করছিলো।

আল-আনকাবূত সমস্ত আয়াত

Sign up for Newsletter