কুরআন - 30:9 সূরা আর-রূম অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَأَثَارُواْ ٱلۡأَرۡضَ وَعَمَرُوهَآ أَكۡثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

এবং তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নি? তাহলে দেখতো তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে। তারা এদের থেকে বেশী শক্তিশালী ছিলো এবং জমি চাষ করেছে ও আবাদ করেছে এদের আবাদী অপেক্ষা বেশি এবং তাদের রসূল তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছেন। সুতরাং তাদের প্রতি যুল্‌ম করা আল্লাহ্‌র কাজ ছিলো না; হাঁ, তারা নিজেরাই নিজেদের প্রাণের উপর অত্যচার করছিলো।

আর-রূম সমস্ত আয়াত

Sign up for Newsletter