কুরআন - 35:12 সূরা ফাতির অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَمَا يَسۡتَوِي ٱلۡبَحۡرَانِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ سَآئِغٞ شَرَابُهُۥ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞۖ وَمِن كُلّٖ تَأۡكُلُونَ لَحۡمٗا طَرِيّٗا وَتَسۡتَخۡرِجُونَ حِلۡيَةٗ تَلۡبَسُونَهَاۖ وَتَرَى ٱلۡفُلۡكَ فِيهِ مَوَاخِرَ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

এবং সমুদ্র দু’টি একরূপ নয়। এটা সুমিষ্ট, খুব মিষ্টপানি, যার পানি সুপেয় এবং এটা লোনা, তিক্ত। এবং প্রত্যেকটা থেকে তোমরা আহার করছো তাজা গোশত এবং বের করছো পরিধান করার এক গয়না। আর তুমি নৌযান গুলোকে তাতে দেখো যে, সেগুলো পানির বুকে চিরে চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। এবং কোন মতে কৃতজ্ঞতা প্রকাশ করো।

ফাতির সমস্ত আয়াত

Sign up for Newsletter