কুরআন - 35:39 সূরা ফাতির অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

هُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَـٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِۚ فَمَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ إِلَّا مَقۡتٗاۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ إِلَّا خَسَارٗا

তিনিই, যিনি তোমাদেরকে যমীণের মধ্যে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেছেন। সুতরাং যে কুফর করে, তার কুফরের অশুভ পরিণাম তাঁরই উপর বর্তাবে; এবং কাফিরদের জন্য তাদের কুফর তাদের রবের নিকট কেবল অসন্তুষ্টিই বৃদ্ধি করবে; এবং কাফিরদের জন্য তাদের কুফর বৃদ্ধি করবে না, কিন্তু ক্ষতিই।

ফাতির সমস্ত আয়াত

Sign up for Newsletter