কুরআন - 35:40 সূরা ফাতির অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

قُلۡ أَرَءَيۡتُمۡ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِ أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا فَهُمۡ عَلَىٰ بَيِّنَتٖ مِّنۡهُۚ بَلۡ إِن يَعِدُ ٱلظَّـٰلِمُونَ بَعۡضُهُم بَعۡضًا إِلَّا غُرُورًا

আপনি বলুন, ‘ভালো, বলতো! তোমাদের ওই শরীকগণ, যাদেরকে আল্লাহ্‌ ব্যতীত পূজা করো, আমাকে দেখাও! তারা যমীন থেকে কোন অংশটা সৃষ্টি করেছে অথবা আসমানসমূহের মধ্যে তাদের কোন অংশ আছে? না আমি তাদেরকে কোন কিতাব দিয়েছি যে, তারা সেটার সুস্পষ্ট প্রমাণসমূহের উপর রয়েছে? বরং যালিমগণ পরস্পরের মধ্যে একে অপরকে কেবল প্রতারণারই প্রতিশ্রুতি দেয়।

ফাতির সমস্ত আয়াত

Sign up for Newsletter