কি ধরণের রাস্তা? আসমান সমূহের রাস্তা। অতঃপর মূসার খোদাকে উকি মেরে দেখবো এবং নিশ্চয় আমার ধারণায় তো সে মিথ্যাবাদী’। এবং এভাবে ফির’আউনের দৃষ্টিতে তার মন্দকাজকে সুশোভিত করে দেখানো হয়েছে এবং তাকে সরল পথ থেকে বিরত রাখা হয়েছে। আর ফির’আউনের ষড়যন্ত্র ধ্বংস হবারই ছিলো।