আল্লাহ্, যিনি তোমাদের জন্য যমীনকে স্থির করেছেন আর আসমানকে ছাদ; এবং তোমাদের আকৃতি গঠন করেছেন। সুতরাং তোমাদের আকৃতিগুলোকে উৎকৃষ্ট করেছেন। আর তোমাদেরকে পবিত্র বস্তুসমূহ জীবিকারূপে দিয়েছেন। তিনিই হন আল্লাহ্, তোমাদের রব। সুতরাং বড়ই মঙ্গলময় হন আল্লাহ্, রব সমগ্র জাহানের।