কক্বিয়ামতের জ্ঞানের বরাত শুধু তাঁরই উপর দেওয়া যায়। আর কোন ফল সেটার আচ্ছাদানী থেকে বের হয় না এবং না কোন মাদী গর্ভধারণ করে আর না প্রস্রব করে, কিন্তু তাঁরই জ্ঞাতসারে এবং যে দিন তাদেরকে ডেকে বলবেন, ‘কোথায় আমার শরীক?’ বলবে, ‘আমরা তোমাকে বলেছি যে, আমাদের মধ্যে কোন সাক্ষী নেই’।