কুরআন - 46:26 সূরা আল-আহক্বাফ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَلَقَدۡ مَكَّنَّـٰهُمۡ فِيمَآ إِن مَّكَّنَّـٰكُمۡ فِيهِ وَجَعَلۡنَا لَهُمۡ سَمۡعٗا وَأَبۡصَٰرٗا وَأَفۡـِٔدَةٗ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُمۡ سَمۡعُهُمۡ وَلَآ أَبۡصَٰرُهُمۡ وَلَآ أَفۡـِٔدَتُهُم مِّن شَيۡءٍ إِذۡ كَانُواْ يَجۡحَدُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

এবং নিশ্চয় আমি তাদেরকে ওই শক্তি সামর্থ্য দিয়েছিলাম, যা তোমাদেরকে দিই নি; আর তাদের জন্য কান, চোখ ও হৃদয় সৃষ্টি করেছি; সুতরাং তাদের কান, চোখ ও হৃদয়গুলো তাদের কোন কাজে আসে নি যখন তারা আল্লাহ্‌র আয়াতগুলোকে অস্বীকার করতো; এবং তাদেরকে পরিবেষ্টন করে নিলো ওই শাস্তি, যা নিয়ে তারা বিদ্রূপ করতো।

আল-আহক্বাফ সমস্ত আয়াত

Sign up for Newsletter