যে দিন আপনি ঈমানদার পুরুষগণ ও ঈমানদার নারীদেরকে দেখবেন যে, তাদের আলো রয়েছে তাদের সম্মুখে ও তাদের ডানে, ছুটাছুটি করছে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ‘আজ তোমাদের সর্বাপেক্ষা খুশির বার্তা হচ্ছে ওই সব জান্নাত, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহমান। তোমরা সেখানে স্থায়ীভাবে থাকো। এটাই হচ্ছে মহা সাফল্য।