Quran Quote : But Allah was not to chastise them while you are in their midst; nor was Allah going to chastise them while they sought His forgiveness. - 8:33
অগ্রবর্তী হয়ে চলো আপন রবের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা হচ্ছে যেমন আস্মান ও যমীনের (সম্মিলিত) বিস্তৃতি; প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য, যারা আল্লাহ্ ও তাঁর সমস্ত রসূলের উপর ঈমান এনেছে। এটা আল্লাহ্র অনুগ্রহ যাকে চান দান করেন। এবং আল্লাহ্ মহা অনুগ্রহশীল।