Quran Quote  :  Believers! Fasting is enjoined upon you, as it was enjoined upon those before you, that you become God-fearing. - 2:183

কুরআন - 57:27 সূরা আল-হাদীদ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

ثُمَّ قَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيۡنَا بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَۖ وَجَعَلۡنَا فِي قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأۡفَةٗ وَرَحۡمَةٗۚ وَرَهۡبَانِيَّةً ٱبۡتَدَعُوهَا مَا كَتَبۡنَٰهَا عَلَيۡهِمۡ إِلَّا ٱبۡتِغَآءَ رِضۡوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوۡهَا حَقَّ رِعَايَتِهَاۖ فَـَٔاتَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ مِنۡهُمۡ أَجۡرَهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ

অতপর আমি তাদের পেছনে ও পথের উপর স্বীয় অন্যান্য রসূলকে প্রেরণ করেছি এবং তাদের পেছনে মরিয়ম-তনয় ঈসাকে প্রেরণ করেছি এবং তাকে ইন্‌জীল দান করেছি; আর তাঁর অনুসারীদের অন্তরে নম্রতা ও দয়া রেখেছি। এবং বৈরাগী হওয়া- এ বিষয়টা তো তারা ধর্মের মধ্যে নিজেদের নিকট থেকে আবিষ্কার করেছে, আমি তাদের উপর বিধিবদ্ধ করি না; হাঁ এ ‘নব আবিষ্কার’ ( ) তারা আল্লাহ্‌র সন্তুষ্টি চাওয়ার জন্য করেছিলো, অতঃপর সেটাও পালন করা কর্তব্য ছিলো। সুতরাং তাদের মধ্যে কার ঈমানদারদেকে আমি তাদের পুরস্কার দান করেছি। এবং তাদের মধ্যে অনেকেই ফাসিক্ব।

আল-হাদীদ সমস্ত আয়াত

Sign up for Newsletter