কুরআন - 35:11 সূরা ফাতির অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ جَعَلَكُمۡ أَزۡوَٰجٗاۚ وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٖ وَلَا يُنقَصُ مِنۡ عُمُرِهِۦٓ إِلَّا فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ

আল্লাহ্‌ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর পানি বিন্দু থেকে, অতঃপর তোমাদেরকে করেছেন জোড়া জোড়া এবং কোন নারী গর্ভধারণ করে না এবং না সে প্রস্রব করে, কিন্তু তার জ্ঞাতসারে। এবং যে দীর্ঘায়ুকে আয়ু প্রদান করা হয় কিংবা যে কারো আয়ু হ্রাস করা হয়- এ সবই একটা কিতাবে লিপিবদ্ধ রয়েছে। নিশ্চয় এটা আল্লাহ্‌র জন্য সহজ।

ফাতির সমস্ত আয়াত

Sign up for Newsletter