কুরআন - 35:8 সূরা ফাতির অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنٗاۖ فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۖ فَلَا تَذۡهَبۡ نَفۡسُكَ عَلَيۡهِمۡ حَسَرَٰتٍۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَصۡنَعُونَ

তবে কি সে-ই, যার দৃষ্টিতে তার মন্দ কর্ম শোভন করা হয়েছে, অতঃপর সে সেটাকে উত্তম মনে করেছে, সে কি হিদায়ত প্রাপ্তের মতো হয়ে যাবে? এ কারণে, আল্লাহ্‌ পথভ্রষ্ট করেন যাকে চান এবং সৎপথ প্রদান করেন যাকে চান। সুতরাং আপনার প্রাণ যেন তাদের জন্য আক্ষেপের মধ্যে না যায়। আল্লাহ্‌ ভালোভাবে জানেন যা কিছু তারা করে থাকে।

ফাতির সমস্ত আয়াত

Sign up for Newsletter