Quran Quote  :  Remain devout to your Lord, and prostrate yourself in worship, and bow with those who bow (before Him) - 3:43

কুরআন - 41:14 সূরা হা-মীম সাজদাহ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

إِذۡ جَآءَتۡهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ قَالُواْ لَوۡ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَـٰٓئِكَةٗ فَإِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ

যখন রসূলগণ তাদের সামনে এবং পেছনে বিচরণ করছিলেন, ও বলছিলেন, ‘আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। তখন তারা বললো, ‘আমাদের রব ইচ্ছা করলে ফিরিশ্‌তাদেরকে অবতীর্ণ করতেন। সুতরাং যা কিছু নিয়ে তোমরা প্রেরিত হয়েছো তা আমরা মানি না।

হা-মীম সাজদাহ সমস্ত আয়াত

Sign up for Newsletter