কুরআন - 41:25 সূরা হা-মীম সাজদাহ অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

۞وَقَيَّضۡنَا لَهُمۡ قُرَنَآءَ فَزَيَّنُواْ لَهُم مَّا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ

এবং আমি তাদের জন্য কিছু সহচর নিয়োজিত করেছি। তারা তাদের জন্য সুশোভিত করে দেখিয়েছে যা তাদের সামনে আছে ও যা তাদের পেছনে। এবং তাদের উপর বাণী পূর্ণ হয়েছে ওই সব দলের সাথে, যারা তাদের পূর্বে গত হয়েছে- জিন্‌ ও মানুষের। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত ছিলো।

হা-মীম সাজদাহ সমস্ত আয়াত

Sign up for Newsletter